ST

Quotes by Shobuj Taposh

Shobuj Taposh's insights on:

"
উন্মাদ নই, মানি- এদেশে ১৬ তারিখের পর ডিসেম্বর মাসথাকে না, ২১ তারিখের পর ফেব্রুয়ারিও এবং এও মানি-বঙ্গবন্ধুই শেখ মুজিবের প্রকৃত হত্যাকারী;
"
আর কতো চিৎকার করবেভেতরের লালদীঘি মাঠ,তোমার পেছনে হেঁটে আর কতোযাবো অভয়মিত্রের ঘাট!
"
বাংলাদেশ রাষ্ট্রের জন্মের মূলে জেনারেল ইয়াহিয়া খানের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তাঁর আদেশে পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) হত্যাযজ্ঞ না চালালে স্বাধীনতার প্রশ্নটি দৃঢ়বদ্ধ হতো না। শুধু তিনি নন, তার ছবিটিও বাঙালিকে স্বাধীনতাযুদ্ধে লিপ্তহতে প্রণোদিত করেছে।
"
আমারও বায়োডাটা আছে তোমার মতো, তোমার মতো আমিও এক দীর্ঘ ইতিহাসের ফসল।
"
তুমি অন্যরকম না-বলায়শিল্প হয়নি কতদিন!
"
পূজাকমিটিতেও থাকেন, আবার শহিদমিনার-প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার কথাও বলেন! তাদের বেশিরভাগই মুখে প্রগতিবাদিতা আওড়ান, কিন্তু ভেতরে-ভেতরে সবাই সাম্প্রদায়িক। এর মানে, যা বুঝলাম, তারা ভেতরে-ভেতরে নিজেদের মধ্যে সঙ্ঘবদ্ধতা চান এবং বিপদাপদে সংখ্যাগরিষ্ঠর কিছু অসাম্প্রদায়িক-প্রগতিশীল মানুষের সহযোগিতা চান। অর্থাৎ তারা অস্তিত্ব সম্পর্কে সন্দিহান।
"
অন্ধকারে চেরাগ জ্বালানো' আর 'অন্ধের সামনে চেেরাগ জ্বালানো' এক কথা নয়।
"
তুমি চুলগুলো বেঁধে ফেলো,যদি আমার হও, চুলগুলো বেঁধে ফেলো।তোমার একটি চুল- আমার একটি কবিতা।
"
আমি রাঁদিভুর রাষ্ট্র চাই এ টু জেড;সবুজ তাপস না হলে জঙ্গি হতে পারতাম,মোস্ট ওয়ান্টেড।
"
কেন সংবিধানে বাজছে ‘বিসমিল্লা’র সানাই?কেন অভিধানে ‘শেখ মুজিব’ অর্থ ‘বাংলাদেশ’ নাই?
Showing 1 to 10 of 17 results